ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ ষষ্ঠ দিন। রুশ সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ৬ লাখ ৬০ হাজার মানুষ আশপাশের দেশে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে গেছেন।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। সেই প্রতিবাদের শামিল হয়েছেন রাশিয়ান ধনকুবের মিখাইল ফ্রিডম্যান।
ইউক্রেনীয় বংশোদ্ভূত ফ্রিডম্যান বলেন, যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধ থামাতে হবে। কেননা এটি উভয় পক্ষের জন্য একটি ‘ট্র্যাজেডি’।
এই ধনকুবের বলেন, তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে পারেন না। কেননা তিনি মনে করেন এটি একটি ঝুঁকির কারণ হবে। শুধু তার ব্যক্তিগতভাবে নয়, তার সহকর্মী এবং কর্মীদের জন্যও ঝুঁকির কারণ হতে পারে।
তিনি আরও বলেন, রাশিয়ানদের উপর সর্বব্যাপী নিষেধাজ্ঞা বিশ্ব ব্যবসার ক্ষেত্রে অন্যায় বলে মনে হয়েছে এই ধনকুবেরের কাছে।
ইতোমধ্যে ভিওনের পরিচালনা পর্ষদ থেকে ফ্রিডম্যানকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির মোবাইল নেটওয়ার্ক অপারেটর।
তিনি আমস্টারডাম ভিত্তিক কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার, যা ইউক্রেন এবং রাশিয়ার পাশাপাশি আলজেরিয়া, কাজাখস্তান এবং পাকিস্তানে নেটওয়ার্ক পরিচালনা করে থাকে।
রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি ফ্রিডম্যান বেসরকারি ইক্যুইটি ফার্ম লেটারওনের মালিক। এছাড়া রাশিয়ার বৃহত্তম বেসরকারি ব্যাংক আলফা ব্যাংকের প্রতিষ্ঠাতাও তিনি। ফোর্বসের তালিকায় ২০২১ সালে বিশ্বের ১২৮তম ধনী ব্যক্তি হিসেবে স্থান পেয়েছিলেন তিনি।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন