দুই দিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সফরের প্রথম দিনের শুরুতেই গুজরাটের মহাত্মা গান্ধী আশ্রমে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানেই তিনি গান্ধীর ঐতিহাসিক সুতো বানানোর চরকায় হাত রাখেন, সুতো বোনার চেষ্টা করেন।
সকালে বরিস জনসনকে আহমেদাবাদ বিমানবন্দরে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও গভর্নর আচার্য দেবব্রত।
এরপর সেখান থেকে এক শোভাযাত্রা বরিসজনকে নিয়ে যায় মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল