দুই ডোজ টিকা দেওয়া থাকলেই আর বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে না পর্যটকদের, শুক্রবার এ ঘোষণা দিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।
পর্যটন শিল্প চাঙা করতেই দেশটির সরকার এই উদ্যোগ নিয়েছে। থাই কোভিড-১৯ টাস্কফোর্স জানিয়েছে, পহেলা মে থেকে দুই ডোজ ভ্যাকসিন দেওয়া পর্যটকদের থাইল্যান্ডে নেমে আর করোনা পরীক্ষা করতে হবে না।
এখন কেবল করোনা টিকার সনদ ও অন্তত ১০ হাজার ডলারের স্বাস্থ্য বীমার প্রমাণপত্র দেখাতে পারলেই হবে।
তবে টিকা দেওয়া নেই এমন পর্যটকদের করোনা নেগেটিভ ফলাফল দেখাতে হবে আর না হয় পাঁচ দিন কোয়ারেন্টাইন করতে হবে, সাথে করোনা পরীক্ষাও করা লাগবে।
সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর
বিডি প্রতিদিন/নাজমুল