জাতিসংঘ প্রস্তাবিত কৃষ্ণসাগর হয়ে শস্য রপ্তানি চুক্তিতে সই করতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আজই এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলেই জানিয়েছে তুরস্ক।
এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছিলেন তিনি ইস্তাম্বুল যাচ্ছেন। সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে বৈঠক করবেন।
এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, ‘এই শস্য রপ্তানি চুক্তি বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য জরুরি বিষয়। প্রেসিডেন্ট এরদোগান ও জাতিসংঘ মহাসচিব গুতেরেসের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের এই চুক্তি করার কথা।’
বিশ্বের গম রপ্তানিকারক দেশসমূহের মধ্যে রাশিয়া ও ইউক্রেন অন্যতম। তাই রাশিয়ার ইউক্রেন অভিযানের ফলে শস্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়েই বাড়ছে খাদ্য শস্যের দাম।
কৃষ্ণসাগর বন্ধ করে দেওয়ায় ইউক্রেন অন্তত ২২ মিলিয়ন টন শস্য রপ্তানি করতে পারেনি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল