ইরান তার কামিকাজে ড্রোন রাশিয়াকে অ্যাসেম্বল করার অনুমতি দিয়েছে। যার কারণে রাশিয়া অত্যন্ত দ্রুতগতিতে তার অস্ত্র ভাণ্ডার বাড়াতে সক্ষম হবে। এমন চুক্তির বিষয়ে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
ওয়াশিংটন পোস্টের ওই খবরে দাবি করা হয়েছিল-ইরান রাশিয়ার সঙ্গে একটি চুক্তির আওতায় মস্কোর কাছে ড্রোন প্রযুক্তি হস্তান্তর করবে এবং রাশিয়ার বিশেষজ্ঞরা নিজেদের ভূখণ্ডে ইরানের কামিকাজে ড্রোন অ্যাসম্বল করে তা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে।
ওই রিপোর্টে আরো দাবি করা হয়-ইরান এবং রাশিয়ার কর্মকর্তারা নভেম্বর মাসের প্রথম দিকে এক বৈঠকে এই যুক্তি চূড়ান্ত করেছেন এবং দুই দেশ দ্রুত চুক্তিটি বাস্তবায়ন করতে যাচ্ছে যাতে। যা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া নিজের ভূখণ্ডে ড্রোন উৎপাদন করতে পারে। ওয়াশিংটন পোস্টের এই খবর প্রত্যাখ্যান করে ইরান বলেছে, ইউক্রেনের সঙ্গে তেহরানের প্রতিরক্ষা সহযোগিতা ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এই রিপোর্টের প্রতিবাদ জানিয়ে তেহরান আরো বলেছে, ইরান এবং ইউক্রেনের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে এবং কোন রকমের ভুল বুঝাবুঝি না হলে এটি অব্যাহত থাকবে।
ড্রোন প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এ বিষয়টিও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক, বিজ্ঞান এবং গবেষণা বিষয়ক সহযোগিতা রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই দু'দেশের মধ্যে এই সহযোগিতা বিদ্যমান ছিল।
সূত্র: পার্সটুডে।
বিডি-প্রতিদিন/বাজিত