২৭ এপ্রিল, ২০২৩ ০৬:৪৯

বাল্টিক সাগরে উত্তেজনা! আকাশে বাধার মুখে ৩ রুশ সামরিক বিমান

অনলাইন ডেস্ক

বাল্টিক সাগরে উত্তেজনা! আকাশে বাধার মুখে ৩ রুশ সামরিক বিমান

বাল্টিক সাগরে বাধার মুখে পড়েছে তিনটি রুশ সামরিক বিমান। মূলত বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় এই বিমানগুলোকে বাধা দেওয়া হয়। জার্মানির বিমান বাহিনীর বরাত দিয়ে বুধবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সপন্ডার সিগন্যাল ছাড়াই উড়ে যাওয়া তিনটি রাশিয়ান সামরিক বিমানকে বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় বাধা দেওয়া হয়েছে বলে বুধবার জার্মানির লুফৎওয়াফে জানিয়েছে।

জার্মান বিমান বাহিনী টুইটারে জানিয়েছে, দু’টি সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান এবং একটি ইলিউশিন আইএল-২০ বিমান শনাক্ত করতে ইউরোফাইটার জেট পাঠিয়েছে জার্মানি ও ব্রিটেন। এছাড়া মাঝ-আকাশে উড্ডয়নরত অবস্থায় রুশ বিমানের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছে জার্মান বিমান বাহিনী।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর