৯ জুন, ২০২৩ ০৮:৪১

যুক্তরাষ্ট্রে এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে আহত ২১

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে আহত ২১

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে একটি এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে পড়ে ২১ জন আহত হয়েছেন। আহতদের সবাই কিশোর এবং তাদের মধ্যে পাঁচজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুন) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের সার্ফসাইড বিচের একটি পার্কে বৃহস্পতিবার উঁচু ওয়াকওয়ের কিছু অংশ ধসে পড়লে ২১ কিশোর আহত হন বলে শহরের কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের মধ্যে পাঁচ কিশোরকে আকাশ পথে এবং অন্য ১৬ জনকে সড়ক পথে হাসপাতালে নেওয়া হয়।

নিউইয়র্ক টাইমস বলছে, দুর্ঘটনায় আহত কিশোররা সবাই ১৪ থেকে ১৮ বছর বয়সী। হিউস্টনের বাইরে সাইপ্রেস ও টমবল থেকে এবং সান আন্তোনিওর বাইরে স্প্রিং ব্রাঞ্চ থেকে তারা এখানে ঘুরতে এসেছিল। তারা মূলত বায়উ সিটি ফেলোশিপ পরিচালিত গ্রীষ্মকালীন শিবিরের অংশ হিসেবে সেখানে গিয়েছিল বলে শহরের কর্মকর্তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর