রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। গত কয়েক সপ্তাহ ধরেই বিবিসিসহ পশ্চিমা গণমাধ্যমে সে খবর শোনা যাচ্ছে। ইউক্রেনও শুরুতে বেশ জোরেসোরেই এই দাবি করেছিল। অনেকেই তাতে মনে করেছিলেন খুব দ্রুতই রাশিয়ার পতন হচ্ছে ইউক্রেনে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পাল্টা আক্রমণের কথা স্বীকার করে বলেছিলেন, কিয়েভের এই উদ্যোগ কখনোই আলোর মুখ দেখবে না, তারা ব্যর্থ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার জানালেন, রাশিয়ার বিরুদ্ধে বেশ ধীরগতিতেই আগাচ্ছে তাদের প্রতি আক্রমণ। যা প্রত্যাশার চেয়েও অনেকটা ধীর। জেলেনস্কির দাবি, রাশিয়ার বিরুদ্ধে তড়িঘড়ি করে সফলতা পেতে সেনাদের ওপর কোনো চাপ দেওয়া হচ্ছে না।
জেলেনস্কি বুধবার এক সাক্ষাৎকারে বিবিসিকে জানিয়েছেন, ব্যাপক ভূমিমাইন বিস্তৃত রণক্ষেত্রে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে বেশ ধীরগতিতে আগাতে শুরু করেছে তাদের সেনারা।
ইউক্রেন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের ২ লাখ বর্গকিলোমিটার জায়গা জুড়ে ভূমিমাইন পুতে রেখেছে রাশিয়ার সেনারা। যা ইউক্রেনের নাগরিকদের জীবন বিপন্ন করে তুলেছে।
জেলেনস্কির মতে, ‘অনেক মানুষ মনে করে এটা একটা হলিউড মুভি। তারা এখনই সব ফল দেখতে। কিন্তু এটা সম্ভব নয়।’ ‘অনেকে আবার আমাদের ওপর চাপও তৈরি করতে চায়। তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমরা ধীরগতিতেই সামনের দিকে আগাচ্ছি রণক্ষেত্রে।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল