ফিলিস্তিনের পশ্চিম তীরের ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।
পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ওই তিন ফিলিস্তিনিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি সেনারা। বুধবার ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের হত্যা করা হয়। ইসরায়েল দাবি করেছে, ওই গাড়িতে সন্ত্রাসীরা ছিল।
জেনিন শহরের ডেপুটি গভর্নর আবু আল-রওব বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর বিধ্বস্ত গাড়ি থেকে চূর্ণ-বিচ্ছন্ন তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্র দিয়ে ওই গাড়িতে হামলা চালানো হয়। এ নিয়ে চলতি সপ্তাহে এক ডজনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হলেন। এসব হত্যাকাণ্ডে ইসরায়েলি সেনারা যেমন অংশ নিয়েছে, তেমনি অংশ নিয়েছে অবৈধ বসতি স্থাপনকারী সশস্ত্র ইহুদিরা। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/কালাম