এক বিবৃতি গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার জানিয়েছে, রাতভর চালানো ইসরায়েলি হামলায় ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে শত শত মানুষ।
রাত জুড়ে গাজার আল শাতি শরণার্থী শিবির, রাফাহ, খান ইউনিস ও জাবালিয়াতে বিমান হামলা চালায় ইসরায়েল।
৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ।এদিকে হামাসের হামলার পর ইসরায়েলে প্রতি সহমর্মিতা জানাতে দেশটি সফর করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ইসরায়েলের প্রতি পূর্ণ সংহতি জানাতে তেল আবিব পৌঁছেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে ম্যাক্রোঁর তেল আবিবে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই সফরে ইসরায়েল-ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আলোচনা করবেন ম্যাক্রোঁ। যেখানে থাকবে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবও।
সূত্র: ফ্রেন্স টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/নাজমুল