ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সহায়তার জন্য এক হাজার ৪৩০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। যদিও বিলটি সিনেটে পাস হওয়ার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার ইসরায়েল সিকিউরিটি সাপ্লিমেন্টাল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট ২২৬-১৯৬ ভোটে জিতেছে।
ডেমোক্র্যাটিক-নিয়ন্ত্রিত সিনেটে পৌঁছানোর পরে বিলটি অকার্যকর হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তবে রাষ্ট্রপতি জো বাইডেন এ প্রচেষ্টায় ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন।
এর আগে অক্টোবরের শেষ দিকে কংগ্রেস থেকে অনুরোধ করা সম্পূরক তহবিলের ১০ হাজার ৫০০ কোটি ডলারের বেশির ভাগ বাদ দেওয়া হয়। সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার বলেছেন, রিপাবলিকান বিলটি প্রতিনিধি পরিষদে পাস হলেও উচ্চকক্ষে পৌঁছানোর আগেই হেরে যাবে।
ইসরায়েলের জন্য এক হাজার ৪০০ কোটি ডলার ছাড়াও ইউক্রেনের জন্য ছয় হাজার ১০০ কোটি ডলারের অনুরোধ করেছিলেন বাইডেন। অন্যদিকে গাজাসহ মানবিক সহায়তা প্রকল্পের জন্য ৯০০ কোটি ডলারেরও বেশি অর্থ চাওয়া হচ্ছে।
অবশ্য রিপাবলিকানরা কিয়েভকে আরো তহবিল দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করে আসছে।
যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বার্ষিক প্রায় ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়, যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। নতুন তহবিল অস্ত্র সরবরাহ, আয়রন ডোম ও ডেভিড’স স্লিং এয়ার, মিসাইল প্রতিরক্ষা ও আয়রন বিম লেজার এয়ার ডিফেন্স সিস্টেমের উন্নয়নে ব্যয় হবে।
ইসরায়েলকে অর্থায়নের পাশাপাশি এ হাউস বিল পাস হলে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার তহবিল হ্রাস হবে। কংগ্রেসনাল বাজেট অফিস বলেছে- এ পদক্ষেপ খরচ কমানোর পরিবর্তে জাতীয় ঋণে আরো দুই হাজার ৬০০ কোটি ডলার বোঝা হবে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/আজাদ