২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০৪:৫৯

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করল ইসরায়েল

ইনাসিও লুলা দা সিলভা

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা। আর এ কারণে তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ।

জেরুজালেমে ইয়াদ ভাশেম হলোকাস্ট স্মৃতিসৌধে দাঁড়িয়ে কার্টজ ব্রাজিলের রাষ্ট্রদূত ফেডেরিকো মেয়ারকে বলেন, ‘ইসরায়েল ভুলবে না এবং আমরা ক্ষমাও করব না।

কার্টজ বলেন, আমার নামে এবং সব ইসরায়েলি নাগরিকের নামে প্রেসিডেন্ট লুলাকে বলুন যে, যতক্ষণ না তিনি তার বক্তব্য প্রত্যাহার করছেন, ততক্ষণ পর্যন্ত তিনি ইসরায়েলে পারসোনা নন গ্রাটা।

 দ্যা সিলভা রবিবার গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন এবং ফিলিস্তিনি ছিটমহলটিতে তেল আবিবের যুদ্ধকে ইহুদিদের বিরুদ্ধে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন।

লুলা দ্যা সিলভা বলেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা।

আদ্দিস আবাবায় সাংবাদিকদের ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এটা সৈনিকদের বিরুদ্ধে সৈনিকদের যুদ্ধ নয়। এটি একটি অত্যন্ত প্রস্তুত সেনাবাহিনী এবং নারী ও শিশুদের মধ্যে একটি যুদ্ধ।
এদিকে ইসরায়েলের এই পদক্ষেপের পর তেল আবিবে নিয়োজিত রাষ্ট্রদূতকে দেশে ডেকেছে ব্রাজিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর