সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়া নামক রক্ত ও অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০-৫০ বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। সংক্রমণ এড়াতে তাকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ২০১৯ সালে আসমা স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু রেমিশন পরবর্তী সময়ে লিউকেমিয়া পুনরায় দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৯৭৫ সালে লন্ডনে সিরিয়ান অভিভাবকের ঘরে জন্মগ্রহণ করা আসমা কম্পিউটার বিজ্ঞান এবং ফ্রেঞ্চ সাহিত্য বিষয়ে কিংস কলেজ লন্ডন থেকে ডিগ্রি অর্জন করেন। পরে তিনি বিনিয়োগ ব্যাংকিংয়ে কর্মজীবন শুরু করেন। ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে: হাফিজ, জাইন এবং করিম।
সংবাদমাধ্যমে জানা গেছে, সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে আসমা লন্ডনে নির্বাসনে যাওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি বাশার আল-আসাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদনও করেছেন। তবে রুশ কর্তৃপক্ষ এই খবর প্রত্যাখ্যান করে জানিয়েছে, এ ধরনের প্রতিবেদন বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এছাড়া আসমা রাশিয়া ত্যাগের জন্য রুশ আদালতে বিশেষ অনুমতির আবেদন করেছেন বলে জানা গেছে। এই আবেদন বর্তমানে রুশ কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০১১ সালের গণবিক্ষোভ দমনের পর শুরু হওয়া গৃহযুদ্ধে ৫ লাখেরও বেশি মানুষের প্রাণহানি এবং দেশের অর্ধেক জনগোষ্ঠী বাস্তুচ্যুত হওয়ার জন্য অভিযুক্ত। ৮ ডিসেম্বর এক বিদ্রোহী হামলার পর তিনি ও তার পরিবার মস্কোতে আশ্রয় নেন।
মস্কোতে বর্তমানে বাশার কঠোর বিধিনিষেধের মধ্যে বসবাস করছেন। তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সম্পত্তি জব্দের অভিযোগ উঠলেও রুশ সরকার তা অস্বীকার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল