বড়দিনে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার কড়া সমালোচনা করেছিলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এসময় তিনি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আহ্বানও জানান। আর এই পুরো বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। এবং ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, পোপ ফ্রান্সিস বড়দিনে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, ‘এটা নিষ্ঠুরতা। এটা যুদ্ধ নয়। আমি এটি বলতে চেয়েছি কারণ এটি হৃদয় ছুঁয়ে যায়।’ এ ছাড়া ইউক্রেন ও সুদানেও শান্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি।
এরপর গতকাল বুধবার ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ ওয়েবসাইটের খবর অনুসারে, আর্চবিশপ অ্যাডলফো টিটো ইলানাকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল বার-তালের সাথে কথা বলার জন্য তলব করা হয়। ইয়াল বার-তাল পোপের করা মন্তব্যের নিন্দা করেছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী।
বিডি প্রতিদিন/নাজিম