যুদ্ধবিরতি চুক্তির আওতায় তৃতীয় ধাপে তিন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই তিন জনের বিনিময়ে ১১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে তেলআবিব।
একজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তিন জিম্মিকে ইসরায়েলের তিনটি ভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা আছে। যদিও ডাক্তারদের তাৎক্ষণিক পরিদর্শনের উপর নির্ভর করে তা পরিবর্তিত হতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার সময় কিব্বুতজ নির ওজ থেকে গাদি মোসেস (৮০) এবং আরবেল ইয়াহুদ (২৯)কে ধরে নিয়ে আসে হামাস যোদ্ধারা। এর আগে হামাস ইসরায়েলি সামরিক পর্যবেক্ষক আগাম বারগারকে (২০) মুক্তি দেয়ার মাধ্যমে তৃতীয় দফা জিম্মি মুক্তি শুরু করে।
মুসা পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা "আমাদের প্রিয় গাদির ফিরে আসার দুর্দান্ত খবরটি অত্যন্ত আবেগেরে সাথে পেয়েছে"।
১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি নির্ভর করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় গৃহীত ইসরায়েলি জিম্মিদের মুক্তির উপর।
হামাস এখন পর্যন্ত সাত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ২৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
বিডি প্রতিদিন/নাজমুল