তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন তেহরানে ইরানের গোয়েন্দা প্রধানের সাথে দেখা করেছেন। তারা "সন্ত্রাসী" গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানানো হয়েছে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে।
কালিন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের পাশাপাশি নিরাপত্তা প্রধান আলী আকবর আহমাদিয়ানের সাথে সাক্ষাত করেছেন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবের সাথেও তার কথা হয়েছে।
তারা সন্ত্রাসী সংগঠন, বিশেষ করে কুর্দি পিকেকে যোদ্ধা এবং আইএসের বিরুদ্ধে লড়াই, সাধারণ হুমকি, সিরিয়ার পরিস্থিতি, গাজা যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে দুটি দেশ বিপরীত দিকে ছিল। তুরস্ক ঐতিহাসিকভাবে সম্প্রতি ক্ষমতাচ্যুত শক্তিশালী বাশার আল-আসাদের বিরোধীদের সমর্থন করেছিল। অন্যদিকে ইরান তার বাশারকে সমর্থন করেছিল। ৮ ডিসেম্বর বাশারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সেই মাসের শেষের দিকে তুরস্ক ও ইরানের নেতারা কায়রোতে তাদের প্রথম বৈঠক করেন।
এছাড়াও শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ফোনে কথা বলেছেন। দ্বিপাক্ষিক বিষয় এবং "ফিলিস্তিনের পরিস্থিতি" নিয়ে আলোচনা করেছেন।
সূত্র: আনাদোলু
বিডি প্রতিদিন/নাজমুল