কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গত বছর (২০২৪) বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রায় ৭০ শতাংশ সাংবাদিক হত্যার জন্য ইসরায়েল দায়ী।
সিপিজে এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালে ১৮টি দেশের কমপক্ষে ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যা তিন দশকেরও বেশি সময় আগে কমিটি এই সংখ্যা রেকর্ড করা শুরু করার পর থেকে সবচেয়ে বেশি।
সিপিজে জানিয়েছে, ইসরায়েল-গাজা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ৮৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। তারা ইসরায়েলের বিরুদ্ধে ঘটনার তদন্ত রোধ করা, সাংবাদিকদের উপর দোষ চাপানোর এবং হত্যাকাণ্ডের জবাবদিহির আওতায় আনার দায়িত্বে অবহেলা করার অভিযোগ করেছে।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, কথিত ঘটনা সম্পর্কে পর্যাপ্ত তথ্য সরবরাহ করা হয়নি এবং তাই তারা তা পরীক্ষা করতে পারছে না। তারা আরও জানিয়েছে যে সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে তারা কার্যকরভাবে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করে।
এতে বলা হয়েছে, "আইডিএফ কখনও ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করেনি এবং ভবিষ্যতেও করবে না।"
সিপিজে-র মতে, নিহত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর সংখ্যা সাম্প্রতিক বছরগুলিতে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে ১০২ জন এবং ২০২২ সালে ৬৯ জন সাংবাদিক নিহত হয়েছিল। কমিটি জানিয়েছে, ২০০৭ সালে ১১৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছিলেন, যার প্রায় অর্ধেক ইরাক যুদ্ধের কারণে হয়েছিল।
কমিটি জানিয়েছে, গত বছর সুদান এবং পাকিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল