বিশ্ব শান্তি ও নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেন নিয়ে আলোচনার আয়োজন করছে সৌদি আরব। আজ মঙ্গলবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বে নিরাপত্তা ও শান্তি বৃদ্ধির জন্য সৌদি আরবের প্রচেষ্টার অংশ হিসেবে আজ মঙ্গলবার রিয়াদে রাশিয়ান ফেডারেশন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করছে সৌদি আরব।’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এই বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল-আইবান।
রিয়াদে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উভয় পক্ষের মধ্যে ইউক্রেনের সংঘাতের অবসান এবং আমেরিকান-রাশিয়ান সম্পর্ক পুনরুদ্ধারের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ সম্মেলনের পথ প্রশস্ত করতে পারে।
আলোচনায় অংশ না নেওয়া ইউক্রেন বলছে, রিয়াদে তাদের পক্ষ থেকে কোনও শান্তি চুক্তি করা যাবে না।
সূত্র: আরব নিউজ, রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল