ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক আদালতে নারী আইনজীবীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে দু’টি পৃথক মামলায় অভিযোগকারীদের হয়ে মামলা লড়ছিলেন ওই নারী আইনজীবী।
শুক্রবার তিনি আদালত চত্বরে নিজের চেম্বারে যাওয়ার পথে ওই দুই ব্যক্তি তার উপর হামলা চালায়। আইনজীবীর মাথায় দেশি পিস্তল ঠেকায় একজন। অপর জন আইনজীবীর শরীরে অ্যাসিড ছুড়ে মারে। অ্যাসিডদগ্ধ অবস্থায় ওই আইনজীবীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার মুখ এবং মাথার কিছু অংশ পুড়ে গিয়েছে।
ঘটনায় ইতিমধ্যে নারী আইনজীবীর বয়ানের ভিত্তিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, ওই নারী আইনজীবী তার চেম্বারের কাছে পৌঁছাতেই পিছন থেকে হামলা চালায় দুষ্কৃতীরা। তার চিৎকার শুনে অন্য আইনজীবী এবং মামলাকারীরা ছুটে আসতেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।
তবে দুষ্কৃতীদের উভয়কেই চিনতে পেরেছেন আক্রান্ত আইনজীবী। পুলিশকে দুই অভিযুক্তের নামও জানিয়েছেন তিনি। উভয়ের বিরুদ্ধেই দু’টি পৃথক মামলা লড়ছেন ওই নারী।
মোরাদাবাদের পুলিশ সুপার (গ্রামীণ) আকাশ সিংহ জানান, নারী আইনজীবীর অভিযোগের ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে অ্যাসিড হামলার মামলা রুজু হয়েছে। কী ধরনের তরল হামলাকারীরা ব্যবহার করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসা চলছে, বর্তমানে ওই নারী আইনজীবী বিপদমুক্ত বলেও জানান পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/নাজমুল