হরমুজ প্রণালীতে নৌবাহিনীর আটক করা একটি ইসরায়েলি জাহাজের ছবি প্রকাশ্যে এনেছে ইরান।
ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমা থেকে ইসরায়েলি জাহাজটিকে আটক করেছে। শনিবার ইরানি জাতীয় প্রথম যার ছবি প্রকাশ করেছে।
এর আগে, আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে উদ্ধৃত করে বলেছিল যে, "বিশ্বের যেখানেই তারা আমাদের জাহাজ এবং জাহাজগুলিতে আক্রমণ করবে এবং আটক করবে, আমরা বিপরীতে তাদের জাহাজগুলো আটক করব। যেমনটি আজ পর্যন্ত হয়ে আসছে।"
যদিও এ বিষয়ে ইসরাইল এখনো কোনো মন্তব্য করেনি।
তেহরানও আটক জাহাজটি কখন, কীভাবে আটক করা হয়েছে। তাতে কতোজন ক্রু সদস্য ছিলো সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল