রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক চায় চীন

প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় চীন। মিয়ানমার সফরকালে দেশটির নেতা অং সান সু চি-কে এ কথা বলেছেন চীনের কেন্দ্রীয় সামরিক কমান্ডের ভাইস চেয়ারম্যান শিউ কিলিয়াং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া গতকাল এ খবর জানিয়েছে। শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে দুজন বৈঠকে বসেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমান্ড চীনের সশস্ত্র বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করে। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী সু চি-র দল ক্ষমতায় আসার পর থেকে খনিজ সম্পদে সমৃদ্ধ প্রতিবেশী দেশটির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ নিয়েছে চীন। গত মাসে সু চি চীন সফর করেন। এএফপি।

সর্বশেষ খবর