হিমবাহের সঙ্গে ধাক্কা নয়, বরং ডেকে বড়সড় ধরনের আগুন লাগার কারণেই টাইটানিক দুর্ঘটনায় পড়েছিল বলে এবার জোরালো দাবি করেছেন বিশেষজ্ঞরা। নিজেদের দাবির পক্ষে তারা এবার তথ্য-প্রমাণও উপস্থাপন করেছেন। অবশ্য এর আগেও বিশেষজ্ঞরা জাহাজটির ডেকে আগুন লাগার কথা মেনে নিয়েছিলেন। কিন্তু আগুন-ই যে জাহাজটির ডুবে যাওয়ার কারণ তা মানতে নারাজ ছিলেন তারা। টাইটানিকের প্রধান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের তোলা কয়েকটি বিরল ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জাহাজটির ঢুবে যাওয়ার পেছনে তাদের ‘আগুনতত্ত্ব দাঁড় করিয়েছেন। ১৯১২ সালের এপ্রিলে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক। এতে জাহাজটিতে থাকা দেড় হাজারের বেশি লোকের প্রাণহানি হয়েছিল। বড় ধরনের হিমবাহের সঙ্গে ধাক্কা লেগেই এটি ধীরে ধীরে ডুবে গিয়েছিল বলে এরপর থেকে বলা হচ্ছিল। তবে দুর্ঘটনার ১০০ বছরের বেশি সময় পর এখন বলা হচ্ছে জাহাজটির দুর্ঘটনায় পড়ার প্রাথমিক কারণ ছিল আগুন। সেনান মলোনি নামে এক আইরিশ সাংবাদিক দীর্ঘ ৩০ বছর ধরে টাইটানিকের ডুবে যাওয়ার কারণ জানতে গবেষণা করেছেন। তিনি-ই ইঞ্জিনিয়ারদের তোলা ছবিগুলো বিশ্লেষণ করে নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সাউদাম্পটনের বেলফার্স্ট শিপইয়ার্ড ছাড়ার আগে ছবিগুলো তোলা হয়েছিল। জাহাজটির গন্তব্যস্থল ছিল নিউইয়র্ক। ম্যালোনি জানান, আগুনের কারণেই জাহাজটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার মতে, হিমবাহের সঙ্গে সংঘর্ষে জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তিনি আরও জানান, ‘টাইটানিকের দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি এ ঘটনাকে ‘সৃষ্টিকর্তার কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছিলেন। তবে তা হিমবাহের সঙ্গে ধাক্কা লাগা ও ডুবে যাওয়ার সাদাসিধে কোনো গল্প নয়।’ এক্ষেত্রে আগুন, হিমবাহ ও অবহেলা—এ তিনটির সমন্বিত ব্যাপার রয়েছে, বলেন তিনি। ‘টাইটানিক : দ্য নিউ এভিডেন্স’ নামে চ্যানেল ফোরে খ্রিস্টীয় নববর্ষের দিনে প্রচারিত একটি তথ্যচিত্রে গোটা বিষয়টি তুলে ধরেছেন সেনান মলোনি। ইন্ডিপেনডেন্ট অনলাইন।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
টাইটানিক দুর্ঘটনার কারণ হিমবাহ নয়, আগুন!
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর