শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ইউনেস্কো থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

জাতিসংঘের সাংস্কৃতিক সংগঠন ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে একথা  নিশ্চিত করেছে। সংস্থাটি ত্যাগের সিদ্ধান্ত আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে বিবৃতিতে জানানো হয়। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে ‘গভীর দুঃখজনক’ আখ্যায়িত করেছেন সংস্থাটির মহাপরিচালক আইরিনা বোকোভা। পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়,  সদস্য হিসেবে সংস্থাটি ত্যাগ করলেও পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র এতে নিজেদের মূল্যবান মতামত, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা দিয়ে ভূমিকা রাখবে।  বার্তা সংস্থা রয়টার্স বিবৃতিটির বরাতে জানায়, ‘এই সিদ্ধান্ত বেশ ভেবেচিন্তেই নেওয়া হয়েছে এবং তা সংস্থাটিতে ক্রমবর্ধমান বকেয়া নিয়ে মার্কিন উদ্বেগ, সংস্থাটির মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং ইসরায়েল বিরোধী অনবরত পক্ষপাতিত্বকে প্রতিফলন করে।’ তবে ইউনেস্কো ত্যাগের বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর