বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল তলিয়ে গেছে তুষারে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল তলিয়ে গেছে তুষারে

নিউইয়র্কে রাস্তার পাশে রাখা গাড়ি ঢেকে গেছে তুষারে -এএফপি

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ব্যাপক তুষারঝড় বয়ে যাচ্ছে, এরমধ্যে অঞ্চলটির অনেক এলাকা তুষারে তলিয়ে গেছে। এতে বাতিল হয়েছে বহু ফ্লাইট, অনেক টিকাদান কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে ও নিউইয়র্ক শহরের জনজীবনও স্থবির হয়ে পড়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লাবলু আনসার সোমবার বিকালে নিউইয়র্ক সিটিতে ৪৩ সেন্টিমিটার, নিউজার্সি এবং পেনসিলভেনিয়ায় ৪৮ সেন্টিমিটার বরফ পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক সিটি ও নিউ জার্সি শহরে জরুরি অবস্থা করেছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, গতকাল ঝড়টি ধীরে ধীরে ইংল্যান্ডে চলে যেতে পারে, তবুও ঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউইয়র্ক শহরের মেয়র অ্যান্ড্রু কুওমো স্থানীয় সময় ভোর ৬টা থেকে জরুরি নয় এমন ভ্রমণে বিধিনিষেধ আরোপ এবং গতকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। মেয়র সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, এটি একটি বিপজ্জনক পরিস্থিতি। দ্রুত পদক্ষেপ না নিলে খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে। নিউ জার্সির গভর্নর ফিলিপ মার্ফি তার রাজ্যে বাস ও রেল চলাচল স্থগিত করেছেন। ঝড়টির কারণে কানেটিকাট, নিউ জার্সি, রোড আইল্যান্ড, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্ক এলাকার কিছু অংশে করোনাভাইরাস টিকা বিতরণ বন্ধ রাখতে হয়েছে। রাজধানীয় ওয়াশিংটন ডিসিতে তুষারপাতের পাশাপাশি বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন উপদেষ্টাদের সঙ্গে বসেছেন যেখানে ‘এগোতে থাকা শীতকালীন ঝড়সহ বহু ইস্যু নিয়ে আলোচনা হবে।’

সর্বশেষ খবর