বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চীন শ্রম দিতে বন্দী মুসলিমদের ওপর জবরদস্তি করছে

প্রতিদিন ডেস্ক

জিনজিয়াং প্রদেশে যে ‘পলিসিলিকন’ উৎপাদিত হয়, তা সেখানকার বন্দী মুসলমানদের দিয়ে বানানো হয়। সৌরশক্তি উৎপাদনে ব্যবহার্য প্যানেল তৈরির সময় পলিসিলিকন কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বন্দী মুসলিমদের জোর করে খাটানোর সংবাদটি ফাঁস করে ‘কোরিয়া হেরাল্ড’ পত্রিকা। মজুরি না দিয়ে বন্দী শ্রমিকদের উৎপাদনে বাধ্য করে চলেছে চীন, এটা জানার পর যুক্তরাষ্ট্রের সোলার এনার্জি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এসইআইএ) রুষ্ট হয়েছে। তারা জিনজিয়াং অঞ্চল থেকে পলিসিলিকন আর আমদানি না করার জন্য তাদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। হিউন্দাই মোটর সিকিউরিটিজের বিশ্লেষক কাং দং-জিন বলেন, জিনজিয়াংয়ে মানবাধিকারের অব্যাহত লঙ্ঘনে অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র মানবতার সঙ্গে সংহতি প্রকাশের জন্য ইউরোপের প্রতি অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, এর ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের মিত্র দেশগুলোর চীনা পলিসিলিকন দিয়ে তৈরি সোলার সেল ও মডিউল বর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কোরিয়া হেরাল্ড জানায়, তারা বাধ্যতামূলক শ্রমের খবরটি ফাঁস করায় পলিসিলিকনের বাজারে দক্ষিণ কোরীয় ফার্মগুলোর ‘পা ফেলবার’ সুযোগ এনে দিয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে চীনের বড় বড় তিনটি সোলার ফার্ম এসইআইএর ১৭২টি দেশের সঙ্গে জবরদস্তি শ্রম   বন্ধ করার জন্য জানুয়ারিতে সমঝোতাপত্র সই করেছে।

সর্বশেষ খবর