শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দারিদ্র্য দূরীকরণের দাবি চীনের!

চমকপ্রদ দাবি করল চীন। দেশটি থেকে নাকি চরম দারিদ্র্য উধাও! চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের দাবি, পৃথিবীতে এমন অসাধ্য সাধন করতে সক্ষম হয়েছে কেবল তার দেশই। যদিও কিসের ভিত্তিতে এই দাবি, সে বিষয়ে একেবারে অন্ধকারে সবাই। এই মুহূর্তে দেশে চরম দারিদ্র্য নেই। প্রত্যেকের ন্যূনতম আয় দিনপ্রতি প্রায় আড়াই ডলারের কাছাকাছি বলে দাবি। তবে এর স্বপক্ষে কোনো প্রমাণ দিতে চায়নি চীন। গতকাল বেইজিংয়ে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিন পিং এ ঘোষণা দেন। এ অর্জন উদযাপন করতে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। চীনের গ্রামীণ দারিদ্র্য দূরীকরণকে শিয়ের প্রেসিডেন্ট মেয়াদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে। গত আট বছরে প্রায় ১০ কোটি লোককে দারিদ্র্যমুক্ত করার জন্য শিয়ের নেতৃত্বকে কৃতিত্ব দিয়েছে চীন। দেশটির গণমাধ্যম এ অর্জনকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তির আগাম উপহার হিসেবে বর্ণনা করেছে।

সর্বশেষ খবর