মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

নভোচারীদের নিয়ে পৃথিবীতে ফিরল ড্রাগন ক্যাপসুল

নভোচারীদের নিয়ে পৃথিবীতে ফিরল ড্রাগন ক্যাপসুল

অর্ধশতক বছরের মধ্যে প্রথমবারের মতো মহাকাশ থেকে নভোচারীদের নিয়ে পৃথিবীতে ফিরে এলো স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল। জানা গেছে, রবিবার শেষ রাতে মহাকাশযানটি পৃথিবীর মাটি স্পর্শ করে। প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসা ও স্পেস এজেন্সির চার মহাকাশচারীকে নিয়ে পৃথিবীতে ফিরে আসে একটি মহাকাশ যান। ১৯৬৮ সালে নাসা মহাকাশ অভিযান শুরু করার পর এই প্রথম রাতে কোনো মহাকাশ যান পৃথিবীতে অবতরণ করল। ১৬৭ দিনের অভিযান শেষে পৃথিবীতে নিরাপদে ফিরে আসেন নভোচারীরা। নাসার কর্মকর্তারা জানিয়েছেন, মহাকাশ জয়ের পথে এটি বড় অর্জন। এদিন নাসার ভিক্টর গ্লোভার, মাইক হপকিন্স, শ্যানন ওয়াকার নামে তিনজন ও সইচি নোগুচিও নামে জাপান স্পেস এজেন্সির এক নভোচারীকে নিয়ে ফিরে আসে মহাকাশ যানটি। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে যানটির সময় লাগে সাড়ে ছয় ঘণ্টা।

সর্বশেষ খবর