সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

ডলারের পরিবর্তে পুতিনের নতুন পরিকল্পনা

ডলারের পরিবর্তে পুতিনের নতুন পরিকল্পনা

বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় দেশটির প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের আচরণের কারণেই রাশিয়া অন্য কোনো মুদ্রায় তেল ও গ্যাস বিক্রির চিন্তা করছে। তিনি আরও বলেছেন, যদি রাশিয়ার কোম্পানিগুলো তেল ও গ্যাস অন্য কোনো মুদ্রায় বিক্রি শুরু করে তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের ডলারের জন্য মারাত্মক বিপর্যয়। দেশটির প্রেসিডেন্ট অভিযোগ করে বলেছেন, রাশিয়ার উন্নয়ন ঠেকাতে যুক্তরাষ্ট্র ডলারকে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর আগে, দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, বাইডেন প্রশাসন যদি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখে তবে দেশটি শিগগিরই ডলারের সংশ্লিষ্ট অপরিশোধিত তেলের চুক্তি থেকে সরে যাবে। এমনকি দেশটি তার ১৮৬ বিলিয়ন ডলারের জাতীয় সম্পদ তহবিল থেকে যুক্তরাষ্ট্রের ডলার কেটে দিচ্ছে।

সর্বশেষ খবর