ভারত করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করছে। আর এই পরিকল্পনায় খরচ হবে ৫০ হাজার কোটি রুপি। তবে এতে অর্থ কোনো সমস্যা হবে না জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, রাজ্যগুলোর কাছ থেকে টিকা কেনার ক্ষমতা নিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর একদিন পরেই অর্থ মন্ত্রণালয় ওই ঘোষণা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছেন, যেহেতু পর্যাপ্ত অর্থ আছে তহবিলে, তাই আমরা তাৎক্ষণিকভাবে সম্পূরক ঋণের দিকে যাচ্ছি না। দ্বিতীয় পর্যায়ে এর প্রয়োজন হতে পারে, যখন শীতকালীন অধিবেশন বসবে পার্লামেন্টের। বর্তমানে পরিস্থিতি সামলে নেওয়ার মতো অর্থ আমাদের হাতে আছে। সূত্রগুলো আরও বলেছেন, টিকার প্রয়োজন মিটাতে ভারত সরকার আর বিদেশি টিকার দিকে হাত বাড়াবে না। কারণ টিকা তৈরির বড় প্রতিষ্ঠানেই রয়েছে দেশটিতে। ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট, বায়ো-ই’র মতো প্রতিষ্ঠান। বাকি জনগোষ্ঠীকে টিকা সরবরাহ দিতে পারব আমরা। টিকা প্রস্তুতকারকদের ক্ষতিপূরণ দাবির পরিপ্রেক্ষিতে ফাইজার এবং মডার্নার সঙ্গে টিকা কেনার বিষয়টি বর্তমানে আটকে আছে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছেন, আগামী জানুয়ারির আগে ভারতে মডার্নার টিকা প্রবেশের কোনো পরিকল্পনা নেই। এ ছাড়া ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং রাশিয়ার স্পুটনিক ভি টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে ভারতে। কিন্তু স্পুটনিক-ভি টিকা পর্যাপ্ত আকারে পাওয়া যাবে না। ভারত সরকারের একটি সূত্র বলেছে, এখন পর্যন্ত এই টিকা কেনা শুরুই করা হয়নি।
শিরোনাম
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
নতুন টিকা পরিকল্পনায় খরচ হবে ৫০ হাজার কোটি রুপি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর