রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভয়াবহ বিপর্যয়ে অ্যামাজন

অ্যামাজন বনভূমি উজাড় হওয়া ১৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এক বছরেই বন উজাড়ের হার বেড়েছে ২২ শতাংশ। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (আইএনপিই) এ তথ্য জানিয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জলবায়ু সংকট রোধে সদ্য সমাপ্ত কপ-২৬ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন উজাড় পুরোপুরি বন্ধ করতে একাধিক দেশের সই করা চুক্তিতে শামিল হয়েছে ব্রাজিলও। অ্যামাজনে প্রায় ৩০ লাখ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে; আরও আছে ১০ লাখ আদিবাসী মানুষ। কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বিশ্ব উষ্ণায়ন কমাতেও বড় ধরনের ভূমিকা রাখছে এই বনাঞ্চল। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার দেওয়া তথ্যানুযায়ী, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ১২ হাজার ২৩৫ বর্গকিলোমিটার (৫১১০ স্কয়ার মাইল) বনভূমি উজাড় হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর