সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
ওমিক্রনের বিস্তার

নিজের বিয়ে বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিজের বিয়ে বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন নানা কারণে মানুষের প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি মা হয়েছেন। বাচ্চা নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগও দিয়েছেন। এবার সেই প্রধানমন্ত্রী নিজের বিয়ে বাতিল করেছেন। আর এর কারণ  নতুন কভিড বিধিনিষেধ।

আরডার্ন গতকাল সাংবাদিকদের নিশ্চিত করেছেন, টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে তাঁর বিয়ে নির্ধারিত সময়ে হচ্ছে না। তিনি বলেন, ‘আমাকে সাহস করে বলতে হচ্ছে যে, হাজার হাজার নিউজিল্যান্ডের বাসিন্দা যাদের জীবনে মহামারি মারাত্মক প্রভাব ফেলেছে তাদের থেকে আমি আলাদা নই। এই প্রভাবের মধ্যে সবচেয়ে ভয়ংকর হল, কেউ যখন গুরুতর অসুস্থ হয় তখন প্রিয়জনের সঙ্গে থাকতে না পারা।’ তিনি আরও বলেন, ‘এর বেদনা আমার অন্য যে কোনো দুঃখজনক ঘটনাকে ছাড়িয়ে যাবে।’ গতকাল স্থানীয় সময় মধ্যরাত থেকে নতুন নিষেধাজ্ঞাগুলো কার্যকর হয়। বিধি-নিষেধের মধ্যে রয়েছে, যেকোনো অনুষ্ঠানে ১০০-এর বেশি মানুষের উপস্থিতি না থাকা এবং দোকান ও গণপরিবহনে মাস্ক পরা। দেশটিতে কভিডে ১৫ হাজার আক্রান্ত এবং ৫২ জন মারা গেছে।

সর্বশেষ খবর