বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার তেলে ফের নিষেধাজ্ঞা হু হু করে বাড়ছে দাম

রাশিয়ার তেলে ফের নিষেধাজ্ঞা হু হু করে বাড়ছে দাম

রাশিয়া থেকে তেল আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বশেষ নিষেধাজ্ঞা জারির পর ফের বেড়েছে তেলের দাম। চলতি বছরের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের নেতারা ৯০ শতাংশ রাশিয়ান ক্রুড (অপরিশোধিত তেল) বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই তেলের দাম বাড়ছে। রেফিনিটিভের তথ্য বলছে, জুলাই মাসের জন্য ইউএস ক্রুডের দাম ৩.৫৩ শতাংশ বেড়ে ১১৯.১২ ডলার, ব্রেন্ট ক্রুডের ১.৮৭ শতাংশ বেড়ে ১২৩.৯৫ শতাংশ হয়েছে। এক পর্যায়ে, ইউএস ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৯.৪২ শতাংশে দাঁড়ায়। আগামী আগস্টের তেলের চালানের দামও বাড়ছে।  ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি বিগত দিনগুলোতে রাশিয়া থেকে তেল আমদানির নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও, অবশেষে ইইউর সব দেশ নিষেধাজ্ঞার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। রাশিয়ার অন্যতম প্রধান তেল আমদানিকারক ছিল হাঙ্গেরি। বিবিসি জানায়, গতকাল সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১২৩ ডলারের ওপরে উঠেছিল। যা বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের আমদানি করা তেলের ২৭ শতাংশ ও গ্যাসের ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে। এর মাধ্যমে রাশিয়া বছরে প্রায় ৪২ হাজার ৯০৯ কোটি ডলার বা ৪০০ বিলিয়ন ইউরো আয় করে।

সোমবার রাতে ব্রাসেলসে একটি সম্মেলনে সমুদ্রপথে রাশিয়ার তেল পরিবহনের ওপর সর্বসম্মত নিষেধাজ্ঞা জারি করে ইইউর দেশগুলো। তাদের এমন সিদ্ধান্তের কারণে এখন থেকে রাশিয়ার দুই-তৃতীয়াংশ তেল ইউরোপে রপ্তানির পথ বন্ধ হয়ে গেল। কারণ, রাশিয়ার তেলের দুই-তৃতীয়াংশ সমুদ্রপথেই ইউরোপে যায়। বিশ্লেষকরা বলছেন, ‘এই নিষেধাজ্ঞার মধ্যে পাইপলাইনে আসা তেল অন্তর্ভুক্ত নয়, তবে জাহাজে করে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞাও গুরুত্বপূর্ণ, কারণ ইইউর প্রয়োজনের দুই-তৃতীয়াংশ তেলই আমদানি হয় রাশিয়া থেকে’। তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও এখন পর্যন্ত রাশিয়া থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেনি ইইউ।

সর্বশেষ খবর