বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অভিযানের নামে ১০ ফিলিস্তিনিকে হত্যা

পশ্চিমতীরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

চলতি বছরের দুই মাসেই ইসরায়েলি বাহিনী ১৩ শিশুসহ অন্তত ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে গতকাল অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনী অভিযানের নামে অন্তত ১০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গতকাল ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ১০২ জন আহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই গোলাবারুদের আঘাত পেয়েছে। ছয়জনের অবস্থা গুরুতর বলে তালিকাভুক্ত করেছে।

সকাল ১০টায় ইসরায়েলি সেনাবাহিনী ডজন ডজন সাঁজোয়া যান এবং বিশেষ বাহিনী নিয়ে নাবলুসে অভিযান শুরু করে। এর পরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনী শহরের সব প্রবেশ পথ বন্ধ করে দিয়ে একটি বাড়ি ঘেরাও করে। এর আগে দুজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করে। লায়ন্স ডেন নামে একটি সশস্ত্র গোষ্ঠী বিবৃতিতে বলেছে, তারা সম্প্রতি ঘোষিত বালাতা ব্রিগেড গ্রুপের পাশাপাশি অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নিরাপত্তা বাহিনী এখন নাবলুস শহরে কাজ করছে।

সর্বশেষ খবর