মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

গঙ্গার ওপর বিশাল সেতুটি চুর চুর করে ভেঙে পড়ল

গঙ্গার ওপর বিশাল সেতুটি চুর চুর করে ভেঙে পড়ল

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের বিশাল একটি সেতু ধসে পড়েছে। রবিবার সন্ধ্যার দিকে রাজ্যটির ভাগলপুর জেলার সঙ্গে খাগারিয়া জেলাকে সংযোগকারী আগুয়ানি-সুলতানগঞ্জ সেতুটি ধসে পড়ে, তবে এতে কেউ হতাহত হয়নি বলে খবর ভারতীয় গণমাধ্যমের। ভাগলপুরের এসডিও ধনঞ্জয় কুমার গণমাধ্যমকে জানিয়েছেন, রবিবার ছুটির দিন ছিল বলে সেতুর নির্মাণকাজ বন্ধ ছিল, তাই সেতুটিতে কোনো কর্মী ছিলেন না।

সুলতানগঞ্জ ও খাগরিয়া জেলাকে সংযুক্ত করার সেতুটির ভিত্তিপ্রস্তর ২০১৪ সালে স্থাপন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেতু ভেঙে পড়ার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ। ঘটনাটিকে সামনে এনে রাজ্য বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী অভিযোগ করে বলেছেন, নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকার দুর্নীতিগ্রস্ত। গত বছরের ডিসেম্বরে রাজ্যের বেগুসরাই জেলার বুড়ি গ কী নদীতে একটি সেতু ভেঙে পড়ে যায়। সেই ঘটনায়ও কেউ হতাহত হননি। কারণ, সেতুটি তখনো আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি। এ দুর্ঘটনার পর রাজ্যের এক কর্মকর্তা বলেছিলেন, সেতুটি শিগগির উদ্বোধন করার কথা ছিল, কিন্তু তার আগেই সেতুটি ভেঙে পড়ল।

সর্বশেষ খবর