হানিয়াকে হত্যা করতে যে রিমোট কন্ট্রোল বোমাটি ব্যবহার করা হয়েছিল, তা ওই গেস্ট হাউসে কে রেখেছিলেন? এ প্রশ্ন ঘিরে যখন বিশ্বে কৌতূহল, তখন তুর্কি সংবাদমাধ্যমের দৌলতে প্রকাশ্যে আসে একটি নাম অমিত নাকেশ। ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় স্বাধীনতাপন্থি ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। প্রথমে হামাস এবং ইরান বিবৃতিতে দাবি করে, ইহুদিবাদীরা হানিয়ার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে। এরপর দাবি ওঠে, হানিয়াকে খুন করা হয়েছে রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে। তাকে খুন করতে নাকি অন্তত দুই মাস আগে ইরানের রাজধানী তেহরানের সেই গেস্ট হাউসে দূর নিয়ন্ত্রক বোমা বসিয়েছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ! ইরান সেনার ‘এলিট রেভলিউশনারি গার্ড’ বাহিনীর কয়েকজন কর্মকর্তার সূত্র উদ্ধৃত করে এ খবর জানিয়েছে আমেরিকার সংবাদপত্র নিউইয়র্ক টাইমস।
‘রেভলিউশনারি গার্ড’ বাহিনীর দুজন কর্মকর্তা জানিয়েছেন, ২০২০ সালে ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিহজাদেহকে নিখুঁতভাবে রিমোট কন্ট্রোল মেশিনগানের সাহায্যে হত্যা করেছিল মোসাদ। একই পদ্ধতিতে খুন হয়েছেন হানিয়াও। তবে রিমোট কন্ট্রোল মেশিনগানের বদলে তাকে খুন করা হয়েছে রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে।