ভারতের অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর জেরে তাঁর চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তামিলনাড়ুর সরকারি সূত্রগুলো জানায়, তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রধান বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ জনগণের ক্ষোভ তার ওপর গিয়ে পড়তে পারে। ২০২৬ সালের রাজ্য নির্বাচন সামনে রেখে প্রচারণা চালাচ্ছে ২০২৪ সালে গঠিত হওয়া টিভিকে। কিন্তু দলটির সমাবেশে পদদলনের ঘটনায় বহু মানুষ নিহত হওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন বিজয়। দ্রাবিড় মুন্নেত্র কাজাগমের (ডিএমকে) নেতৃত্বাধীন রাজ্য সরকার বিজয়ের সমাবেশে কীভাবে গাইডলাইন লঙ্ঘন করা হয়েছে, তা উল্লেখ করে কঠোর সমালোচনা করা হয়েছে।
রাজ্য সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, সমাবেশের আয়োজকরা খাবার ও পানি পানের উপযুক্ত ব্যবস্থা রাখেননি। আর এই কারণেই সেখানে লোকজন জ্ঞান হারাতে থাকেন। দুপুর থেকেই সমাবেশস্থলে নারী, পুরুষ ও শিশুরা জড়ো হতে থাকে। কিন্তু বিজয়ের নির্বাচনি প্রচারণার গাড়িবহর নির্দিষ্ট সময়ের সাত ঘণ্টা পর সমাবেশে উপস্থিত হয়। তখন সন্ধ্যা ৭টা পার হয়ে গেছে। ততক্ষণে জনসভাস্থলে হাজার হাজার মানুষ এসে হাজির হয়েছেন। তবে টিভিকের এক মুখপাত্র দাবি করেছেন, ওই সমাবেশে তারা পুলিশের সব গাইডলাইন অনুসরণ করেছেন। তিনি বলেছেন, এই শোচনীয় ঘটনায় বিজয় খুব মনোকষ্টে ভুগছেন, তিনি তামিলনাড়ুর জনগণকে ভালোবাসেন।
সমাবেশে নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করার অভিযোগে টিভিকের কারুর পশ্চিম জেলা সম্পাদক পুলিশের দায়ের করা এক মামলার মুখোমুখি হয়েছেন।