ইয়েমেনের একটি বন্দরে বাণিজ্যিক এক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার পাকিস্তানের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, ইরানের বন্দর আব্বাস থেকে ইয়েমেনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজটিতে হামলা হয়। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজের ক্যাপ্টেন এবং ২৪ জন ক্রু সদস্য সবাই পাকিস্তানি নাগরিক। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্রুদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে হামলা চালিয়েছে সে বিষয়েও কোনো তথ্য প্রকাশিত হয়নি। কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, জাহাজটি ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রণাধীন কোনো এলাকায় নেই। পাকিস্তান তার নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব প্রচেষ্টা চালাচ্ছে। -জিও নিউজ
একটি ভিডিওবার্তায় ক্রুরা জানান, ১০ দিন আগে ইয়েমেনের একটি বন্দরে ড্রোন হামলায় জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই বন্দরে এলএনজি নামানোর কথা ছিল। জাহাজটি তখন থেকে আটকা পড়ে আছে। হুতি সদস্যরা জাহাজে উপস্থিত ছিল এবং তাদের নামতে দিচ্ছিল না বলেও জানান ক্রুরা। জাহাজের ক্যাপ্টেন জিবুতিতে যাওয়ার জন্য তাৎক্ষণিক অনুমতি চেয়েছেন এবং পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রণালয় এবং বন্দর মহাপরিচালকের সহায়তার অপেক্ষায় রয়েছে।