২৫ জুন, ২০২০ ০০:৪৩

আরও এক মাস লকডাউন ঘোষণা পশ্চিমবঙ্গে

অনলাইন ডেস্ক

আরও এক মাস লকডাউন ঘোষণা পশ্চিমবঙ্গে

করোনাভাইরাস মোকাবিলায় আরও এক মাসের জন্য পশ্চিমবঙ্গে বাড়ছে লকডাউন। আম্ফানের ধ্বংসলীলা মোকাবিলায় গঠিত হচ্ছে সর্বদলীয় কমিটি। বুধবার সর্বদলীয় বৈঠক শেষে এ কথাই ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন জারি থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গে লকডাউনের চলতি মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। কিন্তু সর্বদলীয় বৈঠকে পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, আরও এক মাস লকডাউন চলবে। এই দফার লকডাউনে নতুন কোনও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। যেসব বিধিনিষেধ এত দিন জারি ছিল, সেগুলোই বহাল থাকবে বলে জানা গেছে। সূত্র: আনন্দবাজার

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর