পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনার ফলাফল আসতে শুরু করেছে। প্রত্যাবর্তন না পরিবর্তন, আজ তার উত্তর মিলবে। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে ভীষণই আত্মবিশ্বাসী তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী।
যথেষ্ট উত্তেজনা, বিশ্বাস নিয়ে টুইট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই বিখ্যাত ডায়াগল ‘খেলা হবে’-র ছোঁয়া রেখে টুইটারে মিমি বললেন, ‘খেলা হচ্ছে তো...’।
এবারের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। প্রথম তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ‘খেলা হবে’ স্লোগানকে গান আকারে সামনে আনেন, যা রাতারাতি জনপ্রিয়তা পায়। তারপর তৃণমূল ও বিজেপি দুই দলই ‘খেলা হবে’ স্লোগান ব্যবহার করে নিজেদের রাজনৈতিক প্রচারে। তাই মনে করা হচ্ছে নিজের টুইট দিয়ে বিজেপি সমর্থদকেরই বিঁধেছেন সাংসদ মিমি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ