পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আসনে জয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গাড়ির ওপর হামলা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি।
রবিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া মহকুমা শাসকের দফতরের সামনে এ ঘটনা ঘটে।
রাতে এক টুইট বার্তায় শুভেন্দু অধিকারীবলেন, বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। আজ হলদিয়ায় আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীকারীরা। পাথর ছুঁড়ে গাড়ির কাচ ভাঙ্গার চেষ্টা করা হয়। একজন জনপ্রতিনিধি হয়েও যদি এমন ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে বাংলার সাধারণ মানুষের সুরক্ষা কোথায়?
এর আগে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীকেই জয়ী ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার যে তথ্য প্রকাশ করেন, সেই অনুযায়ী নন্দীগ্রামে ১ লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। অর্থাৎ প্রাপ্ত ভোটের নিরিখে শুভেন্দুই এগিয়ে। নন্দীগ্রামে আর পুনর্গণনা নয় বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন