পশ্চিমবঙ্গের নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আগামীকাল বুধবার শুরু হতে চলেছে দুই দিনব্যাপী ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন’ (বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট)। ২০১৫ সালে প্রথমবারের মতো শুরু হয় এই বাণিজ্য সম্মেলন। যদিও করোনার আবহে গত দুই বছর এই সম্মেলনের আসর বসেনি। সেক্ষেত্রে দীর্ঘ দুই বছর পর গোটা ভারতের মধ্যে এই প্রথম এমন সম্মেলন হতে চলেছে রাজ্যটিতে। ফলে শিল্পপতিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলা। রাজ্য সরকারেরও লক্ষ্য রাজ্যে বিনিয়োগ টানা।
ওই বাণিজ্য সম্মেলনে অংশ নিচ্ছে ১৪ টি দেশ। বাংলাদেশ ছাড়াও রয়েছে জাপান, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড’এর মত দেশগুলো।
বুধবার সম্মেলনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যটির শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রমুখ। তবে রাজ্যের অনুরোধ সত্ত্বেও বাণিজ্য সম্মেলনে সম্ভবত উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এবারের বাণিজ্য সম্মেলনে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি ছাড়াও হিন্দুস্থান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক, সিইও এবং বণিকসভা ফিকির প্রেসিডেন্ট সঞ্জীব মেহতা, বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা, এসবিআই’এর চেয়ারম্যান দিনেশ খারা, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিশ শাহ, জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, আইটিসি’এর চেয়ারম্যান সঞ্জীব পুরী, আরপি-এসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, ইউনিভার্সাল সাকসেস’এর চেয়ারম্যান প্রসুণ মুখার্জির মতো শিল্পপতিররা উপস্থিত থাকতে পারেন। সবচেয়ে বড় প্রতনিধি দলটি আসছে যুক্তরাজ্য থেকে, শিল্পপতি ও শিল্পকর্মকর্তা মিলিয়ে মোট ৪৯ জন রয়েছে ওই প্রতিনিধি দলটিতে।
এদিকে এই বাণিজ্য সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসে পৌঁছান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার সকালে ঢাকা থেকে ‘বিমান বাংলাদেশ’এর ফ্লাইটে কলকাতায় এসে পৌঁছান তিনি। তার সাথে রয়েছেন বাংলাদেশের ছয় সদস্যের একটি বিজনেস প্রতিনিধি দল।
কলকাতা সফরকালে তিনি থাকবেন কলকাতা তাজ বেঙ্গল হোটেলে। মঙ্গলবার বিকালে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে সল্টলেকের বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তার সাথে মিলিত হবেন টিপু মুনশি। পরে নৈশভোজেও অন্য অতিথিদের সাথে অংশ নেবেন বাংলাদেশের মন্ত্রী। বুধবার সকাল ১০ টায় শুরু হবে ওই বাণিজ্য সম্মেলন এবং সেখানে প্রতিনিধি দলকে সাথে নিয়ে উপস্থিত থাকবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। ২৭ এপ্রিল কলকাতা থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ