২৫ নভেম্বর, ২০২৩ ২০:৫২

বিশ্বকাপে ভারতের হারে উল্লাস, বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল দার্জিলিংয়ের হোটেল

দীপক দেবনাথ, কলকাতা

বিশ্বকাপে ভারতের হারে উল্লাস, বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল দার্জিলিংয়ের হোটেল

২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনাল পর্যন্ত টানা ১০ ম্যাচ জিতে কাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছিল স্বাগতিক দেশ ইন্ডিয়া। কিন্তু ১৯ নভেম্বর গুজরাটের আমেদাবাদে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্যত দাঁড়াতেই পারেনি রোহিত-কোহলিরা। টিম ইন্ডিয়াকে ছয় উইকেটে পরাজিত করে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জেতে অসিরা।

ভারতের এই অপ্রত্যাশিত হারে স্বপ্নভঙ্গ হয় দেশটির ক্রিকেট প্রেমীদের। যদিও ভারতের এই হারে উল্লাসে ফেটে পড়েছিল বাংলাদেশিদের একাংশ। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সেই উল্লাসের ছবি ছেয়ে গিয়েছিল। এবার তারই খেসারত দিতে হচ্ছে ভারতে বেড়াতে যাওয়া বাংলাদেশি পর্যটকদের।

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের একটি হোটেলে বাংলাদেশিদের বুকিং নেওয়া হচ্ছে না বলে খবর। সেদেশের পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য দরজা বন্ধ করে দিয়েছে পাহাড়ের ওই হোটেলটি।

দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় হোটেল ‘রয়োপোরাস তক্তসং’ তাদের ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছে, ‘অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং বন্ধ রাখা হলো। ধন্যবাদ।’

ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই এই বার্তা দেওয়া হয়েছে। সেই সাথে ওই পোস্টে ভারতীয় পতাকার ইমোজি রয়েছে। যদিও বন্ধের কারণ হিসেবে ওই হোটেল কর্তৃপক্ষ বা হোটেলগুলোর সংগঠনের তরফে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর বাংলাদেশিদের উচ্ছ্বাসের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওই হোটেল কর্তৃপক্ষ। 

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট করার পর অনেকেই এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। কিছু মানুষ আবার এর বিরোধিতাও করেছে। 

এমন পরিস্থিতিতে ফের ফেসবুকে বার্তা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তারা লিখেছে ‘কোনো প্রতিষ্ঠান এর পক্ষেই তার ১০০% কাস্টমারকে কে সেটিসফাই করা প্রায় অসম্ভব। আর হোটেলের মতো সার্ভিস ইন্ডাস্ট্রিতে নয়ই। তবুও গতকাল আমাদের হোটেলে বাংলাদেশি গেস্টদের বুকিং বন্ধের সিদ্ধান্তের আগে অব্দি আমাদের গুগল রিভিউ ছিল ৪.৪*। এই পোস্ট করার সময় অব্দি তা ৪*, হয়তো পরে সেটা আরো কমবে। গত ১২ ঘণ্টায় বাংলাদেশ থেকে অন্তত ২০ টা ১* রিভিউ এসেছে। অবশ্যই ফেক রিভিউ। কিন্তু, এভাবে ১* রিভিউ দিয়ে কি আপনাদের প্রতি মনোভাব বদলাতে পারবেন? আমাদের বাকি হোটেল বন্ধুরাও একই সিদ্ধান্ত নিতে চলেছেন। কোনো বিদ্বেষ রাখছি না আপনাদের প্রতি। আপনারা আপনাদের মতো ভালো থাকবেন। সুস্থ থাকবেন।’

সেসব বাংলাদেশি তাদের আচার-আচরণ পরিবর্তন না করলে এই সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বলেও হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। সেখানে বলা হয় ‘...কিন্তু, যারা বিনা প্ররোচনায় আমার দেশের বিরুদ্ধে নোংরামি করে যাচ্ছে দিনের পর দিন। তারা সংশোধিত না হওয়া অব্দি আমাদের এই বুকিং বন্ধের সিদ্ধান্ত বজায় থাকবে। তাতে, আপনারা সারা দেশের মানুষ এসে ১* রিভিউ দিলেও সমস্যা নেই। এতে আমাদের রিভিউ ১* এ নামিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। আশা করি, কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও দেশে আছেন। ভালো থাকবেন তারা।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর