ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমর্থনে মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী। বললেন, তিনিই দেশের সুপার পিএম। গতকাল আমেথিতে ভাই রাহুল গান্ধীর হয়ে নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন 'মনমোহন সিং-ই হলেন ইউপিএ সরকারের একমাত্র সুপার প্রাইম মিনিস্টার'। উল্লেখ্য, দিনকয়েক আগেই প্রধানমন্ত্রীর মিডিয়া সচিব সঞ্জয় বারুর লেখা 'দ্য অ্যাক্সডিন্টাল প্রাইম মিনিস্টার, মেকিং অ্যান্ড আন মেকিং অব মনমোহন সিং' নামক একটি বইয়ে তিনি মন্তব্য করেছিলেন '১০ নম্বর জনপথের কাছে কার্যত আত্মসমর্পণ করেছিল প্রধানমন্ত্রীর সচিবালয়। দ্বিতীয় মেয়াদে মনমোহন সিং নাম মাত্র প্রধানমন্ত্রী ছিলেন। কোনো ক্ষমতাই ছিল না তার, মন্ত্রী আমলা থেকে শুরু করে সরকারের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী'।
বাজারে বইটি আসার আগেই এমন মন্তব্যে বিতর্ক ছড়িয়ে পড়ে দেশের রাজনীতিতে। অস্বস্তিতে পড়ে কংগ্রেসও। ড্যামেজ কন্ট্রোলে নামে দলের শীর্ষ নেতৃত্ব। এদিন সঞ্জয় বারুর সেই দাবিকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা।