বিদ্যমান কর ও শুল্ক হারে কিছু পরিবর্তন এনে জাতীয় সংসদে গতকাল ‘অর্থ বিল-২০১৬’ সংশোধিত আকারে কণ্ঠভোটে পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রীর সুপারিশগুলো গ্রহণ করে ‘সরকারের আর্থিক প্রস্তাবলি কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনে আনীত অর্থ বিল-২০১৬ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। ২ জুন বাজেট অধিবেশনে বিলটি উত্থাপন করা হয়েছিল। বাজেট ঘোষণার সময় উত্থাপিত অর্থ বিলে তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যে রপ্তানি মূল্যের ওপর ১ দশমিক ৫ শতাংশ উেস কর আদায়ের যে প্রস্তাব অর্থমন্ত্রী করেছিলেন, সংশোধিত অর্থ বিলে তা কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এ ছাড়া করদাতার ২০ শতাংশ বিনিয়োগের ওপর ১০ শতাংশ কর রেয়াতের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সে সুবিধা কিছুটা বাড়িয়ে অর্থ বিলে ২৫ শতাংশ বিনিয়োগের ওপর আয় ভেদে ১০, ১২ ও ১৫ শতাংশ কর রেয়াত সুবিধা দেওয়া হয়। তথ্য-প্রযুক্তি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। ভোজ্যতেল, চিনি, ডাল ও রসুনের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক অব্যাহতির রেয়াত আগামী বছরও কার্যকর রাখা হয়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান শুল্ক সুবিধার প্রসার, পোলট্রি খাতের পণ্যে রেয়াত সুবিধা, জীবন রক্ষাকারী ওষুধে শুল্ক প্রত্যাহারসহ বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে সংশোধিত অর্থ বিলে। প্রথমে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল সকালে বাজেটের ওপর আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের সরকারদলীয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। পরে সংসদ নেতা শেখ হাসিনা তার বক্তৃতায় কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনতে বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার নিজের দেওয়া বাজেটের ওপর সমাপনী বক্তৃতা শেষে বলেন, প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রস্তাব করেছেন। তার এই প্রস্তাবকে আমি অনুশাসন মনে করি, কারণ আমি তার হয়েই কাজ করি। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, তার সব প্রস্তাবই গ্রহণ হয়ে গেছে বলে জানান অর্থমন্ত্রী। এর আগে বিলের ওপর সরকারি দলের হুইপ শহীদুজ্জামান সরকার, গোলাম দস্তগীর গাজী, মো. শাহাবুদ্দিন, মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, নুরুল ইসলাম মিলন, মো. নুরুল ইসলাম ওমর, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, মো. মামুনুর রশীদ, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনীর প্রস্তাব আনেন। এর মধ্যে ১৮টি সংশোধনী গ্রহণ করে জাতীয় সংসদ বাকিগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পাস হওয়া বিলটি ২০১৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার বিধান করা হয়েছে। আজ বাজেট পাস : আজ বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে। আগামী ১ জুলাই নতুন অর্থবছরের শুরুতে এই বাজেট কার্যকর হবে। গত ২ জুন সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
উৎসে কর কমিয়ে অর্থ বিল ২০১৬ পাস
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর