বিস্তীর্ণ মাঠে ব্রি-৭৫ ধানের সোনালি শিষ। হালকা বাতাসে দোলানো পাকা ধানে প্রশান্তি এনে দেয় কৃষকের মনে। আশপাশের জমিতে ধান কাঁচা থাকলেও এরই মধ্যে ব্রি-৭৫ ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি আমন মৌসুমে খুলনায় প্রথমবারের মতো নতুন উদ্ভাবিত ব্রি-৭৫ জাতের ধানের আবাদ করা হয়েছে। মাত্র ১১০ দিনে ফলন ঘরে উঠায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। পাশাপাশি একই জমিতে আগাম শীতকালীন সবজি, আলু ও সরিষা আবাদের সুযোগ পাচ্ছেন তারা। কম সময় ও কম খরচে বেশি মুনাফা। তাই, কৃষকদের মধ্যে এ ধান সাড়া ফেলেছে। রোগবালাইয়ের প্রকোপ না থাকায় ধানের উৎপাদন ব্যয়ও কম। জানা গেছে, খুলনা, সাতক্ষীরা ও যশোরের যেসব এলাকায় সেচ ব্যবস্থা আছে, সেখানে ব্রি-৭৫ ধানের চাষ খুবই উপযোগী। একাধিক ফসল চাষাবাদ এলাকায় লাগসই প্রযুক্তি এটি। কৃষি কর্মকর্তারা জানান, অন্যান্য ব্রি জাতের তুলনায় এই ধানের চাল অপেক্ষাকৃত চিকন ও সুগন্ধি হওয়ায় এটি লাভজনক। খুলনার মহেশ্বরপাশা কার্তিককুল বিলের প্রবীণ চাষি সিদ্দিক শেখ জানান, ‘প্রথমদিকে অনেকে ধানের এই জাত নিয়ে সন্দিহান ছিলেন। তবে অল্পদিনে ফসল পাওয়ায় আশপাশের অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। এতে রোগ-বালাই কম, কীটনাশক দেওয়া লাগে না। কম খরচে হেক্টরপ্রতি সাড়ে ৪ থেকে ৫ টন ধান পাওয়ায় আমরা খুশি।’ উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস জানান, আমন মৌসুমে ব্রি-৭৫ ধান কৃষকের জন্য সুসংবাদ। মাত্র ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে তারা এই ধান ঘরে তুলতে পারছেন। আগাম ফলনের কারণে একই জমিতে কৃষক রবিশস্য, আলু ও শীতকালীন সবজি করতে পারছেন। ফলে বাড়তি ধান ও আগাম রবিশষ্যে তারা লাভবান হবেন। কৃষিবিদ জাকিয়া সুলতানা জানান, এ জাতের চালে সামান্য সুগন্ধি আছে। তবে রান্নার সময় সুগন্ধ বেশি পাওয়া যায়। চাল চিকন ও সুগন্ধি হওয়ায় কৃষক ভালো দাম পাবেন। ব্রি-৭৫ ধানের কাণ্ড শক্ত, তাই হেলে পড়ে না ও শিষ থেকে ধানও ঝরে পড়ে না। সারের মাত্রা অন্যান্য উফশী জাতের চেয়ে ২০ শতাংশ কম লাগে। তিনি বলেন, ব্রি-৭৫ ধানের গড় ফলন হেক্টরপ্রতি সাড়ে ৪ টন। তবে উপযুক্ত পরিচর্যায় প্রতি হেক্টরে সাড়ে ৫ টন পর্যন্ত ফলন হতে পারে।
শিরোনাম
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
কৃষি সংবাদ
খুলনায় ব্রি-৭৫ ধানে কৃষকের মুখে হাসি
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর