বিস্তীর্ণ মাঠে ব্রি-৭৫ ধানের সোনালি শিষ। হালকা বাতাসে দোলানো পাকা ধানে প্রশান্তি এনে দেয় কৃষকের মনে। আশপাশের জমিতে ধান কাঁচা থাকলেও এরই মধ্যে ব্রি-৭৫ ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি আমন মৌসুমে খুলনায় প্রথমবারের মতো নতুন উদ্ভাবিত ব্রি-৭৫ জাতের ধানের আবাদ করা হয়েছে। মাত্র ১১০ দিনে ফলন ঘরে উঠায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। পাশাপাশি একই জমিতে আগাম শীতকালীন সবজি, আলু ও সরিষা আবাদের সুযোগ পাচ্ছেন তারা। কম সময় ও কম খরচে বেশি মুনাফা। তাই, কৃষকদের মধ্যে এ ধান সাড়া ফেলেছে। রোগবালাইয়ের প্রকোপ না থাকায় ধানের উৎপাদন ব্যয়ও কম। জানা গেছে, খুলনা, সাতক্ষীরা ও যশোরের যেসব এলাকায় সেচ ব্যবস্থা আছে, সেখানে ব্রি-৭৫ ধানের চাষ খুবই উপযোগী। একাধিক ফসল চাষাবাদ এলাকায় লাগসই প্রযুক্তি এটি। কৃষি কর্মকর্তারা জানান, অন্যান্য ব্রি জাতের তুলনায় এই ধানের চাল অপেক্ষাকৃত চিকন ও সুগন্ধি হওয়ায় এটি লাভজনক। খুলনার মহেশ্বরপাশা কার্তিককুল বিলের প্রবীণ চাষি সিদ্দিক শেখ জানান, ‘প্রথমদিকে অনেকে ধানের এই জাত নিয়ে সন্দিহান ছিলেন। তবে অল্পদিনে ফসল পাওয়ায় আশপাশের অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। এতে রোগ-বালাই কম, কীটনাশক দেওয়া লাগে না। কম খরচে হেক্টরপ্রতি সাড়ে ৪ থেকে ৫ টন ধান পাওয়ায় আমরা খুশি।’ উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস জানান, আমন মৌসুমে ব্রি-৭৫ ধান কৃষকের জন্য সুসংবাদ। মাত্র ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে তারা এই ধান ঘরে তুলতে পারছেন। আগাম ফলনের কারণে একই জমিতে কৃষক রবিশস্য, আলু ও শীতকালীন সবজি করতে পারছেন। ফলে বাড়তি ধান ও আগাম রবিশষ্যে তারা লাভবান হবেন। কৃষিবিদ জাকিয়া সুলতানা জানান, এ জাতের চালে সামান্য সুগন্ধি আছে। তবে রান্নার সময় সুগন্ধ বেশি পাওয়া যায়। চাল চিকন ও সুগন্ধি হওয়ায় কৃষক ভালো দাম পাবেন। ব্রি-৭৫ ধানের কাণ্ড শক্ত, তাই হেলে পড়ে না ও শিষ থেকে ধানও ঝরে পড়ে না। সারের মাত্রা অন্যান্য উফশী জাতের চেয়ে ২০ শতাংশ কম লাগে। তিনি বলেন, ব্রি-৭৫ ধানের গড় ফলন হেক্টরপ্রতি সাড়ে ৪ টন। তবে উপযুক্ত পরিচর্যায় প্রতি হেক্টরে সাড়ে ৫ টন পর্যন্ত ফলন হতে পারে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা