বিস্তীর্ণ মাঠে ব্রি-৭৫ ধানের সোনালি শিষ। হালকা বাতাসে দোলানো পাকা ধানে প্রশান্তি এনে দেয় কৃষকের মনে। আশপাশের জমিতে ধান কাঁচা থাকলেও এরই মধ্যে ব্রি-৭৫ ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি আমন মৌসুমে খুলনায় প্রথমবারের মতো নতুন উদ্ভাবিত ব্রি-৭৫ জাতের ধানের আবাদ করা হয়েছে। মাত্র ১১০ দিনে ফলন ঘরে উঠায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। পাশাপাশি একই জমিতে আগাম শীতকালীন সবজি, আলু ও সরিষা আবাদের সুযোগ পাচ্ছেন তারা। কম সময় ও কম খরচে বেশি মুনাফা। তাই, কৃষকদের মধ্যে এ ধান সাড়া ফেলেছে। রোগবালাইয়ের প্রকোপ না থাকায় ধানের উৎপাদন ব্যয়ও কম। জানা গেছে, খুলনা, সাতক্ষীরা ও যশোরের যেসব এলাকায় সেচ ব্যবস্থা আছে, সেখানে ব্রি-৭৫ ধানের চাষ খুবই উপযোগী। একাধিক ফসল চাষাবাদ এলাকায় লাগসই প্রযুক্তি এটি। কৃষি কর্মকর্তারা জানান, অন্যান্য ব্রি জাতের তুলনায় এই ধানের চাল অপেক্ষাকৃত চিকন ও সুগন্ধি হওয়ায় এটি লাভজনক। খুলনার মহেশ্বরপাশা কার্তিককুল বিলের প্রবীণ চাষি সিদ্দিক শেখ জানান, ‘প্রথমদিকে অনেকে ধানের এই জাত নিয়ে সন্দিহান ছিলেন। তবে অল্পদিনে ফসল পাওয়ায় আশপাশের অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। এতে রোগ-বালাই কম, কীটনাশক দেওয়া লাগে না। কম খরচে হেক্টরপ্রতি সাড়ে ৪ থেকে ৫ টন ধান পাওয়ায় আমরা খুশি।’ উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস জানান, আমন মৌসুমে ব্রি-৭৫ ধান কৃষকের জন্য সুসংবাদ। মাত্র ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে তারা এই ধান ঘরে তুলতে পারছেন। আগাম ফলনের কারণে একই জমিতে কৃষক রবিশস্য, আলু ও শীতকালীন সবজি করতে পারছেন। ফলে বাড়তি ধান ও আগাম রবিশষ্যে তারা লাভবান হবেন। কৃষিবিদ জাকিয়া সুলতানা জানান, এ জাতের চালে সামান্য সুগন্ধি আছে। তবে রান্নার সময় সুগন্ধ বেশি পাওয়া যায়। চাল চিকন ও সুগন্ধি হওয়ায় কৃষক ভালো দাম পাবেন। ব্রি-৭৫ ধানের কাণ্ড শক্ত, তাই হেলে পড়ে না ও শিষ থেকে ধানও ঝরে পড়ে না। সারের মাত্রা অন্যান্য উফশী জাতের চেয়ে ২০ শতাংশ কম লাগে। তিনি বলেন, ব্রি-৭৫ ধানের গড় ফলন হেক্টরপ্রতি সাড়ে ৪ টন। তবে উপযুক্ত পরিচর্যায় প্রতি হেক্টরে সাড়ে ৫ টন পর্যন্ত ফলন হতে পারে।
শিরোনাম
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
কৃষি সংবাদ
খুলনায় ব্রি-৭৫ ধানে কৃষকের মুখে হাসি
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর