রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে বইপড়া উৎসব

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে বইপড়া উৎসব

উৎসবে দর্শনার্থীদের একাংশ

‘চ্যালেঞ্জ’ নিয়েই ২০০৬ সালে যাত্রা শুরু হয়েছিল ‘ইনোভেটর’র। হাঁটি হাঁটি পা পা করে সেই যাত্রা এক যুগে পা রেখেছে। কঠিন এই যাত্রাপথে বাংলাদেশ নামক রাষ্ট্রের সবচেয়ে গৌরবের বিষয় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে চলেছে এই জীবনমান উন্নয়ন সংস্থা। তারই ধারাবাহিকতায় আরও একবার তারা আয়োজন করেছে ‘বইপড়া উৎসব’। গতকাল বিকালে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিশিষ্টজনরা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। ইনোভেটরের বইপড়া উৎসব শুরু হবে বিকাল ৩টায়। কিন্তু গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নির্দিষ্ট সময়ের আগেই এসে হাজির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী। এরা সবাই বইপড়া উৎসবে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে। তাদের এই সরব উপস্থিতি জানান দিচ্ছিল, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহের পারদ অনেক উঁচুতে। বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমান। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ইনোভেটর’র মুখ্য সঞ্চালক ও সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়।

ইনোভেটর’র নির্বাহী সঞ্চালক প্রণব কান্তির স্বাগত বক্তব্য রাখেন। আগামী ২৩ ফেব্রুয়ারি বইপড়া উৎসবের পরীক্ষা এবং মার্চে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর