রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা নিহত তিন যুবক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাস ধাক্কা দেওয়ায় তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের   তারাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ট্রাকের চালক ও সহকারী এবং একজন বাসের সহকারী। নিহতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুরের বাসিন্দা ট্রাকচালক জাকির হোসেন (২৮), ট্রাকের সহকারী একই এলাকার সুমন (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা বাসের সহকারী রিপু (২৫)। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, বালুবাহী একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পিছন থেকে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক, সহকারী ও বাসের সহকারী নিহত হন। ট্রাকের চালক ও সহকারী ট্রাকের নিচে ছিলেন। ওসি বলেন, এ ঘটনায় আহত হন বাসের অন্তত ১৫ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

সর্বশেষ খবর