নির্বাচনের পর চাঙ্গা হয়ে উঠেছে শেয়ারবাজার। সূচক ও লেনদেন বেড়েছে কয়েক গুণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯৪ পয়েন্ট। চলতি বছরের তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০৫ পয়েন্ট। ২ জানুয়ারি ৩১ পয়েন্ট ও ১ জানুয়ারি ৮০ পয়েন্ট বেড়েছে। এই উত্থানের মাধ্যমে ডিএসইএক্স ৫৫৯০ পয়েন্টে উঠে এসেছে, যা বিগত চার মাস তিন দিন বা ৮৪ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। ডিএসইতে ৯২৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা ডিএসইতে তিন মাস ১৭ দিন বা ৭৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৬৪ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে ৩০৩টি বা ৮৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৩৩টি বা ১০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি বা ২ শতাংশ কোম্পানির। লেনদেনের শীর্ষে ছিল সায়হাম কটন, বেক্সিমকো, বিবিএস কেবলস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, শেফার্ড, ইফাদ অটোস, খুলনা পাওয়ার ও ইনটেক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ২৩৭টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। সিএসইতে গতকাল মোট ৭০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নির্বাচনের পর চাঙ্গা শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর