রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

গয়েশ্বর-মিন্টুকে ভারতে যেতে বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ভারত যেতে  দেওয়া হয়নি। গতকাল বিকাল ৫টা ৫ মিনিটে জেট এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে তাঁদের ভারত সফরে যাওয়ার কথা ছিল। পরে রাত ৯টা ৩৫ মিনিটে আবদুল আওয়াল মিণ্টু এয়ার ইন্ডিয়ায় আরেকদফা ভারত যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। 

এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ব্যক্তিগত সফরে দুদিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম, সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।’ আবদুল আউয়াল মিণ্টু জানান, ‘আমি দুইদফা চেষ্টা করেও জরুরি প্রয়োজনে ভারত যেতে পারিনি। গয়েশ্বর চন্দ্র কলকাতা আর আমার হায়দরাবাদ যাওয়ার কথা ছিল। বিমানবন্দর যাওয়ার পর দুজনের একজনকেও ক্লিয়ারেন্স দেয়নি। ফ্লাইট চলে গেছে।’ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, ভারতের কলকাতায় যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে পৌঁছান গয়েশ্বর চন্দ্র রায়। সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রেখে শেষ মুহূর্তে ‘ক্লিয়ারেন্স নেই’ বলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে জানিয়ে দেন। তাঁর সঙ্গে দলের ভাইস  চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুরও ভারত যাওয়ার কথা ছিল। ভারত থেকে শ্রীলঙ্কার একটি সেমিনারে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু তিনিও ওই ফ্লাইটে যেতে পারেননি।

সর্বশেষ খবর