ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বড়দিন উদযাপন করেছেন দেশের খ্রিস্টান সম্প্রদায়। এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুই হাজারেরও বেশি বছর আগে এই শুভদিনে পৃথিবী আলোকিত করে জন্ম নেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারীমাতা মেরির কোলে জন্ম হয় যিশুর। সেই স্মৃতিকে স্মরণ করে বড়দিনে গির্জাগুলোতে প্রতীকী গোয়ালঘর তৈরি করা হয়। সকালে ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল থেকেই বিভিন্ন চার্চ, বাড়ি এবং হোটেলগুলোতে চলে নানা অনুষ্ঠান। আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও বলেন, অন্যায়-অবিচার, হিংসা-দ্বেষ, নির্যাতন-নিপীড়ন, দারিদ্র্য, সন্ত্রাস ও ধর্মান্ধতায় মুক্তিকামী মানুষ যখন শৃঙ্খলাবদ্ধ, তখন তাদের কাছে যিশুখ্রিস্ট মুক্তিদাতা হয়ে আসবেন। এই বিশ্বাস আমাদের মুক্তি দেবে। দয়া, ভালোবাসা ও সেবায় এ বিশ্বাস প্রকাশ পাবে। অভিজাত হোটেলগুলোতে বড়দিন উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। বিশেষ করে শিশুদের জন্য আলাদা আয়োজন করে হোটেলগুলো। সেখানে শিশুদের জন্য নানা ধরনের খেলার ব্যবস্থা করা হয়। প্রধান আকর্ষণ হিসেবে ‘শান্তাক্লজ’ আসেন নানা উপহার ও চমক নিয়ে। বড়দিনকে ঘিরে রাজধানীর পাঁচতারকা হোটেলে সাজসজ্জার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হোটেল র্যাডিসন ব্লুতে গিয়ে দেখা যায়, বড়দিন উপলক্ষে হোটেলের লবি সাজানো হয়েছে রঙিন সাজে। ক্রিসমাস ট্রি ঘিরে করা হয়েছে বাহারি আলোকসজ্জা। বড়দিনে র্যাডিসন ব্লুতে আয়োজন করা হয় ‘জিঙ্গেল অ্যান্ড জয়’ উৎসব। লবিতে ছিল জিনজার ব্রেড হাউস, যেখানে নানা রকমের মিষ্টি ও কেক রাখা হয়। কিডস পার্টিতে শিশুদের সঙ্গে দেখা করে উপহার দিয়েছেন শান্তাক্লজ। শিশুদের বিনোদনের জন্য ম্যাজিক শো ও কার্টুন মাস্কটের ব্যবস্থা করা হয়। এ ছাড়া স্পেশাল টার্কি ডিনারের আয়োজন ছিল। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এলিমেন্টস রেস্তোরাঁয় বড়দিনে ছিল ক্রিসমাস ইভ ডিনার ও ডে লাঞ্চের আয়োজন। বড়দিনে হোটেল লা মেরিডিয়ান ঢাকাতে বেহালার সুরের সঙ্গে বিশেষ ক্রিসমাস ক্যারোলের আয়োজন ছিল। উপস্থিত সবার জন্য উন্মুক্ত ছিল পুল। বিশেষ বুফে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা ছিল হোটেলটিতে। বড়দিন উপলক্ষে ঢাকা রিজেন্সি গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন দেশের খাবার নিয়ে বুফে আয়োজন ছিল। এ ছাড়া ‘ক্রিসমাস কিডস পার্টি’তে শান্তাক্লজ হাজির হয়েছিলেন নানা চমক নিয়ে। বড়দিন উপলক্ষে বিশেষ পার্টির আয়োজন ছিল রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল। হোটেলের পুল সাইটে ছিল জমকালো আয়োজন। উৎসব নির্বিঘœ করতে গির্জাগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিরোনাম
- বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
- নবীনগরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- মানিকগঞ্জে অবশেষে ধরা পড়লো বিশাল আকৃতির সেই কুমির
- আইসিসিবিতে চলছে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী
- শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
- ডায়াবেটিস-হৃদ্রোগীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হতে পারে মার্কিন ভিসা
- ক্লিনিক্যাল বর্জ্যে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রংপুর নগরবাসী
- বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র
- চার লাখ যথেষ্ট নয়, শামির কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ দাবি হাসিনের
- অস্ট্রেলিয়ার কাছে বড় হারে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা
- গোপালগঞ্জে প্রণোদনার বীজ-সার পেল ২৮২০ কৃষক
- লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল
- ঢাকার আকাশ সন্ধ্যা পর্যন্ত মেঘলা থাকতে পারে
- বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনায় ম্যাঁখাে
- বগুড়ায় জমজমাট নির্বাচনি প্রচারণা
- ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা
বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর